চুরির অভিযোগ এনে দোকান কর্মচারীকে ‘পিটিয়ে’ খুন
২১ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে চুরির অভিযোগ এনে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দোকান মালিকের ভাইসহ দুজনকে আটক করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের পানবাজারের ভেতরে আরাফাত স্টোর নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।
নিহত মো. রমজান আলী রাসেল (২২) নগরীর আইস ফ্যাক্টরি রোডের বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়। আফাজ উদ্দিনও রিয়াজউদ্দিন বাজারে দিনমজুর হিসেবে কাজ করেন।
ঘটনাস্থলে যাওয়া নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে জানান, আচার-গুঁড়োদুধসহ আরও বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান আরাফাত স্টোরের খালাসি শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল। মূলত অর্ডার দেওয়া পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়া এবং দোকানে আসা পণ্য গুদামজাত করাই ছিল তার কাজ। মার্কেটের নিচতলায় দোকান এবং তিনতলায় গুদাম।
এডিসি রউফ বলেন, ‘সোমবার দোকানে পণ্যের মজুদের হিসাব করা হচ্ছিল। সেখানে গুঁড়োদুধের কার্টন কম পাওয়া যায়। দোকান মালিকের ধারণা, রাসেল চুরি করে গুঁড়োদুধ বিক্রি করে দিয়েছে। দুপুরে গুদামে সালিশ বসে। রাসেলের বাবা-মাকেও ডেকে আনা হয়। সালিশের এক পর্যায়ে রাসেলকে লাঠি দিয়ে বেদমভাবে মারধর করা হয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। দেখা যায়, রাসেল আর বেঁচে নেই। তার কোমড় থেকে পা পর্যন্ত মারধরের চিহ্ন পাওয়া গেছে। মৃহদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান মালিকের ছোট ভাই মো. আরমান (২৮) ও আরেক কর্মচারী মো. ইউনূসকে (৩৫) আটক করে থানায় নিয়ে গেছে। তবে মালিক মো. আরাফাত পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।