ভারতে ভবন ধসে অন্তত ১০ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২০ ০৯:৫৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১১:১০
ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের কাছাকাছি ভিয়ান্ডি জেলায় একটি তিন তলা ভবন ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, আরও ২৫ জন ওই ভবনের ভেতরে আটকা পড়ে আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর এনডিটিভি।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর চারটার দিকে ওই ভবন ধসের ঘটনা ঘটে।
এদিকে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, ৪০ বছরের পুরাতন ওই ভবনে অন্তত ২০টি পরিবারের আবাসন ব্যবস্থা ছিল।
BHIWANDI COLLAPSE: update2
🔶@NDRFHQ teams on site
🔶20-25 feared trapped(TBC)
🔶CANINE SEARCH ON
🔶Technical search on
🔶More #NDRF teams en route
🔶details follow@PMOIndia @HMOIndia @BhallaAjay26 @PIBHomeAffairs @PIBMumbai @ANI @ndmaindia @DDNewsHindi @airnewsalerts pic.twitter.com/TfQhgzTf8b— ѕαtчα prαdhαnसत्य नारायण प्रधान ସତ୍ୟ ପ୍ରଧାନ (@satyaprad1) September 21, 2020
ইতোমধ্যেই, ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্থানীয়দের সহযোগিতায় ৩১ জনকে ওই ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, এনডিটিভি জানিয়েছে, পুলিশ-ফায়ার সার্ভিস-এনডিআরএফ যৌথভাবে ধসে পড়া ভবনটির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
তবে, এখনও ওই ভবন ধসের কারণ জানা যায়নি।