Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংককে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ


২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:০১

থাইল্যান্ডের রাজতন্ত্রকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে রাজধানী ব্যাংককে বিক্ষোভ দেখিয়েছে হাজার হাজার মানুষ। খবর রয়টার্স।

রোববার (২০ সেপ্টেম্বর) রাস্তায় নেমে তারা রাজা মহা বাজিরালংকর্ণের ক্ষমতা খর্বকরাসহ বিভিন্ন দাবি জানিয়ে শ্লোগান দেয়।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থাইল্যান্ডের রাজতন্ত্র এবং সামরিক কর্তৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে দুই মাস ধরে বিক্ষোভ চলে আসছে। রোববার ওই সমাবেশের পর থেকে বিক্ষোভকারীরা আরও সাহসী হয়ে উঠেছেন। এমনকি, রাজতন্ত্রের সমালোচনা করার ব্যাপারে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন তারা।

তবে, এই বিক্ষোভের ব্যাপারে তাৎক্ষণিকভাবে থাই রাজপরিবারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। থাই রাজা মহা বাজিরালংকর্ণও এই মূহুর্তে দেশের বাইরে রয়েছেন।

এদিকে, বিক্ষোভকারীদের মিছিলের গতিরোধ করে শত শত রয়্যাল গার্ড পুলিশ। তারা বিক্ষোভকারীদের দাবিগুলো সদরদফতরে পৌঁছে দেবেন বলে সম্মত হয়েছেন। বিক্ষোভকারীদের নেতারা এ ঘটনাকে ‘বিজয়’ হিসেবে চিহ্নিত করেছেন।

সে সময়, উপস্থিত জনতার উদ্দেশে আন্দোলনের অন্যতম নেতা পারিত ‘পেঙ্গুইন’ চিবারাক বলেন, দুই দিনে বিক্ষোভকারীদের সবচেয়ে বড় বিজয় – সাধারণ মানুষের চিঠি পৌঁছে যাবে রাজার কাছে।

অন্যদিকে, বিক্ষোভকারীদের পক্ষ থেকে রাজতন্ত্রের ক্ষমতা খর্বকরাসহ সাবেক জান্তা প্রধান প্রায়ুথ চান ওচাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পাশাপাশি নতুন সংবিধান ও নির্বাচনের কথা উল্লেখ করে একটি চিঠি রয়্যাল গার্ড পুলিশের মাধ্যমে রাজার দফতরে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্যাংককের একটি পার্কে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশে হাজার হাজার অংশগ্রহণকারী রাজতন্ত্রের বিলোপ, প্রধানমন্ত্রী পরিবর্তন, সংবিধান সংশোধন এবং নির্বাচনের দাবিতে শ্লোগান দেন। তারা রাতভর ওই পার্কে অবস্থান করে ভোরে সূর্য ওঠার পর রাজধানীর গ্রান্ড প্যালেসের কাছে সানাম লুয়ং এলাকায় একটি ফলক স্থাপন করে।

বিজ্ঞাপন

ওই ফলকে লেখা রয়েছে, জনতা তাদের মনোভাব ব্যক্ত করেছে: এ দেশ জনগণের। কিন্তু, রাজারা দেশকে তাদের সম্পত্তি বলে জনতাকে প্রতারিত করছে।

অপরদিকে সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইশ্রি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পুলিশ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস কোনো পদক্ষেপ নিবে না। তবে, রাজতন্ত্রবিরোধী বেআইনি বক্তব্যের বিষয়ে কোনো মামলা হবে কি না তা পুলিশই ঠিক করবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পার্লামেন্ট ভবনের সামনে আরেকটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

টপ নিউজ থাই রাজা মহা বাজিরালংকর্ণ থাইল্যান্ড বিক্ষোভ ব্যাংকক রাজতন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর