রোববার থেকে হাটহাজারী মাদরাসায় ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা
১৯ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৩
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধের সিদ্ধান্ত দিলেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়কে তাদের আদেশ প্রত্যাহারেরও অনুরোধ জানিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের করোনাকালীন সকল শর্ত মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে রোববার থেকে মাদরাসায় শিক্ষা কার্যক্রম চলবে। শুরা কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুরা কমিটির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ করোনাকালীন শর্ত ভঙ্গের অজুহাত দেখিয়ে শুধুমাত্র দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসা বন্ধের যে সিদ্ধান্ত দিয়েছে, তাতে হাজার হাজার ছাত্রের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়বে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিসত্ত্বর এই ঘোষণা প্রত্যাহার করা হোক।’
জানতে চাইলে মাদরাসার শুরা কমিটির সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন নানুপুরী সারাবাংলাকে বলেন, ‘হঠাৎ করে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকের পরীক্ষা চলছে। হঠাৎ মাদরাসা বন্ধ করা হলে পরীক্ষাটা আর হবে না। আমরা চাই, পরীক্ষাটা শেষ হয়ে যাক। আর মাদরাসা বন্ধ করলে ছেলেরা পড়ালেখা করবে না। তখন আবারও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাদের লেখাপড়ায় ব্যস্ত রাখার জন্য ক্লাসও চলবে। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা বলেছি, তারা যেন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।’
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক আদেশে এই মাদরাসা বন্ধের কথা বলা হয়। মাদরাসা-২ শাখার সহকারী সচিব সৈয়দ আসগর আলীর সই করা এক আদেশে বলা হয়, কওমি মাদরাসাগুলোর কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার জন্য কিছু শর্তসাপেক্ষে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসাটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হলো।
প্রায় ৩৪ বছর ধরে মাদরাসাটির মহাপরিচালক পদে থাকা শতবর্ষী শাহ আহমদ শফী গত বৃহস্পতিবার মারা যান। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ এবং প্রবীণ এই আলেমের মৃত্যুর পর মাদরাসার কার্যক্রম নিয়ে নানা বিভ্রান্তির মধ্যে এই সিদ্ধান্ত এলো।
কমিটি চালুর ঘোষণা পরীক্ষা-ক্লাস শিক্ষা মন্ত্রণালয় হাটহাজারী মাদরাসা