Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় মনোনয়নের জন্য তৃণমূলে বিশেষ নির্দেশনা বিএনপির


১৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৩

ঢাকা: স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য তৃণমূলে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ নির্দেশনার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বিবৃতিতে বিএনপির জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক; উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক; পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক এবং ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়কদের জানানো হয়— উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন/উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য দল নির্ধারিত পদ্ধতি/প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১ নম্বর যুগ্ম আহবায়ক (২ জন), উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১নম্বর যুগ্ম আহবায়ক ও ২নম্বর যুগ্ম আহবায়ক (৩ জন) আলোচনা সাপেক্ষে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন জাতীয় পরিচয় পত্র এবং হালনাগাদ ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পাঠাতে হবে।

পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১ নম্বর যুগ্ম আহবায়ক (২ জন), পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১ নম্বর যুগ্ম আহবায়ক ও ২ নম্বর যুগ্ম আহবায়ক (৩ জন) আলোচনা সাপেক্ষে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন জাতীয় পরিচয় পত্র এবং হালনাগাদ ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১ নম্বর যুগ্ম আহবায়ক (২ জন), ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১ নম্বর যুগ্ম আহবায়ক ও ২ নম্বর যুগ্ম আহবায়ক (৩ জন) আলোচনা সাপেক্ষে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন জাতীয় পরিচয়পত্র এবং হালনাগাদ ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পাঠাতে হবে।

গুলশান কার্যালয় চেয়ারপারসন তৃণমূল বিনপি বিশেষ নির্দেশনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর