Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওয়াহিদা শঙ্কামুক্ত, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে দ্রুত’


১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৪

ফাইল ছবি

ঢাকা: দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থার খুব দ্রুতই উন্নতি ঘটছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম সারাবাংলাকে এ তথ্য জানান।

অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন উনাকে শঙ্কামুক্ত বলা যায়। তার মাথার সব সেলাই কাটা হয়েছে। অস্ত্রোপচারের স্থানেও কোনো সমস্যা নেই। তবে তাকে এখনো ক্যাথেটার ব্যবহার করতে হচ্ছে ইউরিন পাস করার জন্য। আর তাই এখনো আমরা তাকে কেবিনে দেইনি।

তিনি বলেন, ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তবে আমরা কিছুদিন আগেও দেখেছি, তিনি ডান হাত নাড়িয়ে মাথার ওপরে নিতে পারছেন। বর্তমানে তিনি তার ডান পাও নাড়াতে পারছেন। এটাকে আমরা খুব ভালো লক্ষণ বলে মনে করি। কারণ উনি দ্রুত সেরে উঠছেন।

গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে ইউএনওকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন।

ইউএনও ওয়াহিদা ওয়াহিদা খানম ঘোড়াঘাট শঙ্কামুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর