Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ সেমিস্টার এক করে সেশন জট কাটানোর পরিকল্পনা ঢাবি’র


১৭ সেপ্টেম্বর ২০২০ ০৮:২৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:০৯

ঢাকা: করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে গত ছয় মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এরই মধ্যে অনলাইন ক্লাস শুরুর পর আড়াই মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতা ও জটিলতা নিরসন করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। অনলাইনে নেওয়া ক্লাসগুলোর কার্যকরিতা ও ফলপ্রসূতা নিয়েও অভিযোগ করছেন শিক্ষার্থীরা। স্থবির এই সময়ের কারণে সেশন জটের দুশ্চিন্তা ঘিরে ধরেছে শিক্ষার্থীদের।

এ পরিস্থিতিতে সেশন জটের বিষয়টি নিয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় খুললে সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত বিভাগগুলোতে দুই সেমিস্টার এক করে চলমান সেশনটি সংক্ষিপ্ত আকারে শেষ করা সম্ভব বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাৎসরিক পদ্ধতিতে পরিচালিত বিভাগগুলোতেও সেশন সংক্ষিপ্ত করা সম্ভব বলে মনে করছে তারা। তবে তাড়াহুড়ো না করে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে ঢাবি।

বিজ্ঞাপন

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সে হিসাবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ছয় মাস পূর্ণ হয়েছে, যা একটি পূর্ণ সেমিস্টার সম্পন্ন করার সময়ের সমান। এদিকে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। তাই স্বাভাবিকভাবেই ছয় মাস থেকে পূর্ণ একবছরের সেশন জটে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যেও এমন ভয় কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম আনান সারাবাংলাকে বলেন, ‘যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে নয়। এ সিদ্ধান্তকে আমি সাধুবাদও জানাই। কিন্তু সেশন জটেরও আশঙ্কা তো আছেই। প্রায় শেষ প্রান্তে এসে হঠাৎ এভাবে থমকে যাওয়াটা অনেক কিছুকেই প্রভাবিত করছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল সারাবাংলাকে জানান, সেশন জট কাটিয়ে ওঠার পরিকল্পনার বিষয়ে প্রাথমিক কিছু আলাপ-আলোচনা চলছে। অতিরিক্ত ক্লাস নেওয়া, সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে ক্লাস নেওয়া, বাৎসরিক বন্ধের দিনগুলোকে কমিয়ে নিয়ে আসাসহ বেশকিছু পদক্ষেপ রয়েছে আলোচনায়।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘আরও একটি সুযোগ আমাদের আছে। চলমান সেশনটিকে শেষ করার জন্য সব বিভাগের ক্ষেত্রেই এই সেশনের দু’টো সেমিস্টারকে এক করে অনেকটা বাৎসরিক পদ্ধতিতে সংক্ষিপ্ত আকারে শেষ করা যেতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৪৯টি বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে প্রতি ছয় মাসে একবার করে চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। এভাবে আটটি সেমিস্টারে স্নাতক ও দুই সেমিস্টারে স্নাতকোত্তর করতে হয়।

করোনা প্রাদুর্ভাবের কারণে চলমান সেশনের ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তী সেশনে উল্লেখযোগ্য একটি সময় ব্যয় হবে। সেক্ষেত্রে পরবর্তী সেশনের ওই সময়টুকু কিভাবে পুষিয়ে নেওয়া হবে— এই প্রসঙ্গে অধ্যাপক  মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পরপরই কিছু রিভিউ ক্লাস নিয়েই ক্ষতি হয়ে যাওয়া সেশনের পরীক্ষা নিয়ে নেব আমরা। পরবর্তী সেশনের ক্ষেত্রে সেমিস্টারগুলোর সময়কাল চার মাস করে আট মাসে নিয়ে আসব। এভাবেই মূলত ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে।’

তবে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ মনে করেন, তাড়াহুড়ো না করে ধৈর্য ধরাই এখন আসল কাজ। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর কিছু ত্যাগ করা অযৌক্তিক হবে না বলে মত তার।

ড. সামাদ সারাবাংলাকে বলেন, ‘এই ধরনের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন নয়। মুক্তিযুদ্ধের সময়ও একবছর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। এরপরও অনেক ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে। কিন্তু পরে আমরা ঠিকই সেশন জট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এমন ঘটনাও আছে, দু’টো শিক্ষাবর্ষ এক করে ভর্তি করানো হয়েছে। যেমন— ১৯৭৬ ও ১৯৭৭ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের একসঙ্গে ভর্তি নেওয়া হয়েছে। জীবন মূল্যবান। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

অনলাইন ক্লাস নিয়ে জটিলতা কাটেনি

গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে অনলাইন ক্লাস কার্যক্রম চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ। ক্লাস শুরুর পর থেকেই অভিযোগ আসতে থাকে, শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট অংশ অর্থনৈতিক অসচ্ছলতা, নেটওয়ার্ক সমস্যাসহ বেশ কিছু কারণে ক্লাসে অংশই নিতে পারছেন না। এ ছাড়া অনলাইন ক্লাসসমূহের কার্যকারিতা ও ফলপ্রসূতা নিয়েও অভিযোগ আছে শিক্ষার্থীদের মধ্যে।

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোসাদ্দিক বিল্লাহর দাবি, অনলাইন ক্লাস নিয়মিত ক্লাসের মতো ফলপ্রসূ নয়। এই শিক্ষার্থী  সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে মার্চ থেকে শুরু করে সেপ্টেম্বর— প্রায় সাত মাস একাডেমিক কার্যক্রম থেমে আছে। অনলাইনে ক্লাস হলেও তা বাস্তবের ক্লাসের মতো কার্যকর নয়। এ ছাড়া আমার অনেক সহপাঠী কোনো ক্লাসে অংশ নিতে পারেনি।’

একাধিক বিভাগের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুর দিকে ক্লাসে মোটামুটিসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকলেও ধীরে ধীরে এই সংখ্যা কমতে থাকে। এখন এক-তৃতীয়াংশেরও কম শিক্ষার্থী অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন তারা।

উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল মনে করেন, এই মুহূর্তে অনলাইন ক্লাসের বিকল্প নেই। তার দাবি, শিক্ষার্থীরা চাইলেই অনলাইন ক্লাসে অংশ নিতে পারেন।

তিনি সারাবাংলাকে বলেন, ‘সারাবিশ্বের সব শিক্ষাপ্রতিষ্ঠান করোনাভাইরাসজনিত সমস্যার মুখোমুখি। বর্তমানে অনলাইন ক্লাসের বিকল্প নেই। কিছু  শিক্ষার্থীর আর্থিক অনটনসহ বিভিন্ন সমস্যাকে আমি মোটেও উপেক্ষা করছি না। তবে আগ্রহী হলে যেকোনো উপায়েই তারাও অনলাইন ক্লাসে অংশ নিতে পারে।’

তবে নানা সীমাবদ্ধতার কারণে যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না, তাদের জন্য করোনাপরবর্তী ‘রিভিউ ক্লাসে’র ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল। তিনি বলেন, ‘আগেই বলেছি, বিশ্ববিদ্যালয় খোলার পরপরই কয়েক সপ্তাহ রিভিউ ক্লাস নেওয়া হবে। এক্ষেত্রে যারা অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না, তারা ক্ষতিটুকু পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে।’

অনলাইন ক্লাস নিয়ে অবশ্য দ্বিমত পোষণ করছেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যে বৈষম্যের শিকার হচ্ছেন, তা মোটেও সমর্থন করছেন না তিনি।

অধ্যাপক ড. সামাদ বলেন, ‘আমি দেখলাম, কেউ অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে, কেউ পারছে না। এই বিষয়টিকে আমি সমর্থন করি না। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়, তাদের সবার শিক্ষা লাভের সমান অধিকার কাছে। কাজেই খণ্ডিতভাবে এগুলো হবে না।’

এদিকে, অনলাইন ক্লাস শুরুর প্রায় আড়াই মাসের মাথায় শিক্ষার্থীদের মোবাইল ডাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবশেষ সিন্ডিকেট সভায় ‘দ্রুততম সময়ে’র মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডাটা সরবরাহ করবে বলে জানিয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল। তিনি বলেন, ‘সবশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের ডাটা কিনে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সহায়তা করলে সেটাও নেওয়া হবে।’

অনলাইন ক্লাস করোনা ভাইরাস জটিলতা ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিস্টার সেশন জট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর