Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানানীতে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার


১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৯

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাসা থেকে লিজা (১৩) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পুলিশ সংবাদ পেয়ে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ১ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে মৃতদেহ উদ্ধার করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত লিজা ওই বাসায় গত ৩ মাস ধরে গৃহকর্মীর কাজ করে আসছে। গৃহকর্তার নাম দেলোয়ার হোসেন। বাসার লোকজন পুলিশকে জানিয়েছে, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আমরা গলায় দাগ পেয়েছি। ওই বাসার সার্ভেন্ট কক্ষ থেকে লিজার শায়িত মৃতদেহ উদ্ধার করা হয়।

লিজার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলায়। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি নুরে আজম।

উদ্ধার গৃহকর্মী বনানী মৃতদেহ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর