Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকী পালিত


১৩ সেপ্টেম্বর ২০২০ ০৯:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ: ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ১০৫’তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ঝিনাইদহে। শনিবার (১২ সেপেটম্বর) বিকেলে বাঘা যতীনের পৈতৃক ভিটা হরিণাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী বাঘাযতীন একাডেমী।

হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। আলোচক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিসা সুলতানা।

বিজ্ঞাপন

বক্তারা বিট্রিশ বিরোধী আন্দোলনে বাঘা যতীদের অবদান ও জীবন দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এর আগে বিপ্লবী বাঘাযতীন একাডেমীর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরেগুল ইসলাম, রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার দে, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী সুমন শিকদার।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো