Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জাহাঙ্গীর-কফিল সমর্থকদের সংঘর্ষ


১২ সেপ্টেম্বর ২০২০ ২০:১১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:২০

ঢাকা: গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছে প্রায় ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার কার্যালয়ের ভেতরে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা চলাকালে কার্যালয়ের বাইরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির দুই আগ্রহী প্রার্থী ঢাকা উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর এবং ঢাকা মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম-সম্পাদক এম কফিল উদ্দীনের সমর্থকেরা স্লোগান দিচ্ছিলেন। স্লোগানের এক পর্যায়ে এসএম জাহাঙ্গীরের সমর্থকেরা এম কফিল উদ্দীনের সমর্থকদের ওপর হামলা করে। এতে কফিল উদ্দীনের দুই সমর্থকের মাথা ফেটে যায়। এ সময় আহত হন বেশ কয়েকজন।

এক পর্যায়ে কফিল উদ্দীনের সমর্থকেরাসহ ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীদের সমর্থকেরা এক জোট হয়ে এস এম জাহাঙ্গীরের সমর্থকদের ধাওয়া দেয়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। পরে এস এম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দীনের মধ্যস্ততায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানার জন্য এম কফিল উদ্দীন এবং এসএম জাহাঙ্গীরকে ফোন দিয়ে পাওয়া যায়নি। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, তারা দু’জনই মনোনয়ন বোর্ডের সামনে রয়েছেন। কারও সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি তাদের নেই।

এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে জানান, বিকেল ৫ টায় শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভায় প্রথমে ডাকা হয় ঢাকা-৫ আসনে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের। এরপর ধারাবাহিকভাবে ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বিজ্ঞাপন

মনোনয়ন বোর্ডে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন। ভার্চুয়াল এ বোর্ডে লন্ডন থেকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

চার শূন্য আসনে উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির আগ্রহী প্রার্থী ২৯ জন। এরা প্রত্যেকেই নির্ধারিত মূল্যে দলীয় ফরম কিনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জামানতের টাকাসহ জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ সেপ্টেম্বর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনও ঘোষণা করেনি।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

অফিস খালেদা জিয়া জাহাঙ্গীর-কফিল টপ নিউজ সংঘর্ষ সমর্থক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর