Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে নৈশপ্রহরীকে হত্যা করে গোডাউনে ডাকাতি


১২ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৩

রংপুর: রংপুরের ভুরারঘাট বাজারে জহুরুল ইসলাম ভোলা (৬০) নামে এক নৈশ্যপ্রহরীকে কুপিয়ে হত্যা করে একটি গোডাউনে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

রংপুর সদর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল পেশায় একজন ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। তিনি দিনে ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউনে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজারে আল আরাফাত বাণিজ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কাজ করতো জহুরুল ইসলাম ভোলা। গোডাউনের ভেতরেই ঘুমিয়েছিলেন তিনি। শনিবার ভোরে তাকে কৌশলে ঘুম থেকে ডেকে কুপিয়ে হত্যা করে পাশ্ববর্তী একটি কচুক্ষেতে মৃতদেহ ফেলে রাখে দুর্বৃত্তরা। এরপর গোডাউন থেকে নগদ অর্থ লুট করে তারা।

নিহত ভোলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার ডান হাতটি কেটে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজহাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি সাজিদুল ইসলাম।

গোডাউন ডাকাতি নৈশপ্রহরী রংপুর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর