আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হলেন সিদ্দিকুর
১১ সেপ্টেম্বর ২০২০ ১২:৩৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৮
ঢাকা:আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. সিদ্দিকুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাকে এই পদে মনোনয়ন দিয়েছেন।
দেশের শীর্ষ রফতানি খাত তৈরি পোশাক শিল্পের এক পরিচিতমুখ সিদ্দিকুর রহমান। স্টার্লিং গার্মেন্টসের মাধ্যমে যাত্রা শুরু করে একে একে স্টার্লিং অ্যাপেরেলস, ইউনিকর্ন সোয়েটারস, স্টার্লিং ডেনিমস, স্টার্লিং ক্রিয়েশনস, স্টার্লিং লন্ড্রি, ব্যান্ডো ডিজাইন, লায়লা স্টাইলসের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। বর্তমান স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান পদে রয়েছেন।
তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’তে দ্বিতীয় সহসভাপতি ও সহসভাপতি (অর্থ) পদে দায়িত্ব পালনের পর বিজিএমইএ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ট্রাস্টি বোর্ডের একজন সদস্য এই ব্যবসায়ী নেতা।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি টপ নিউজ বিজিএমইএ’র সাবেক সভাপতি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান