Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেউড়ঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত


১১ সেপ্টেম্বর ২০২০ ১০:৪৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত সফিকুল ইসলাম খাটু (৩০) উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউড়ঝাড়ী ছোট চডুইগেদি গ্রামের মৃত মো. আব্দুল হকের ছেলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের ওপারে ৭০/৮০ গজ ভেতরে ভারতের বড়বিল্লা ১৭১ বিএসএফ সীমান্তে ৩৮০/৪ এস ও ৩৭১-এর মাঝামাঝি স্থানে বিএসএফ সড়কের কালভার্টের নিচে যান সফিকুল। সেখানে বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। সফিকুলের সঙ্গী নঈমুল হক, বাবুদ, দুলাল ও আনিসুর রহমান তার মরদেহ বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি বেউড়ঝাড়ী সীমান্তে ঘটেছে। সেখানে বিএসএফের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন। বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো