Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে বিস্ফোরণ: আরও সময় চেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি


১০ সেপ্টেম্বর ২০২০ ২৩:১২

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট পেশ করতে আরও সাত দিন সময় চেয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জ‌সিম উদ্দিন সাংবা‌দিকদের বলেন, ‘তদন্ত ক‌মি‌টির লোকজন এসে জানিয়েছেন তাদের আরও সাত দিন সময় লাগবে। বেশ কিছু জি‌নিস এর সাথে যোগ করবো। প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশে আর যেন কোনো অঘটন না ঘটে সে সুরাহা যেন হয়। সং‌শ্লিষ্ট দফতরকে যেন সুন্দরভাবে কাজ করার জন্য সুন্দর একটা প্রতিবেদন আমরা যেন পাঠাতে পা‌রি সেটা আমাদের উদ্দেশ্য।

এদিকে, তিতাস কর্তৃপক্ষ গত তিন ধরে খোঁড়াখুঁড়ি করে যে গর্ত করেছিলেন বৃহস্পতিবার সকাল থেকে তা ভরাট করছে। সেই সাথে ডিপিডিসি’র একটি টিম বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করছে।

তদন্ত কমিটি নারায়ণগঞ্জ জেলা মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর