Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন বিএসইসি চেয়ারম্যান


৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৬

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র পদমর্যাদা দেওয়া হলো। এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকেও সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছিল।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গত ১৭ মে বিএসইসি চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, কমিশনে যোগদানের পর তার নেতৃত্বাধীন কমিশনের নেওয়া নানা উদ্যোগে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পুঁজিবাজার। পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ বিনিয়োগকারীদের।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসি বিএসইসি চেয়ারম্যান সিনিয়র সচিব পদমর্যাদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর