Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ট্রলারডুবিতে ১১ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২৪


৯ সেপ্টেম্বর ২০২০ ১৪:১১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৭

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দার রাজনগর এলাকার গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২৪ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার গোমাই নদীর রাজনগর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুন্সী নৌকাডুবির ঘটনা নিশ্চিত করেন।

নেত্রকোনায় হাওর দেখতে গিয়ে প্রাণ গেল ১৭ জনের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ৩৫ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ধর্মপাশা থেকে নেত্রকোনার কলমাকান্দা কাকরকোণা বাজারের উদ্দেশ্যে ইঞ্জিনচালিত এই নৌকাটি রওনা হয়। পরে রাজনগর এলাকায় পৌঁছলে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

বালুবাহী ট্রলারটি পুলিশের হেফাজতে আছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও কলমাকান্দা থানার ওসি বজলুর রহমানের তত্ত্বাবধানে উদ্ধার তৎপরতা চলছে।

পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নেত্রকোনার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি ও স্থানীয় এমপি মানু মজুমদারসহ স্থানীয় নের্তৃবৃন্দ সমবেদনা জানিয়েছেন।

এর আগে গত ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার রাজালীকান্দা হাওরে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়।তারা ময়মনসিংহের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ছিলেন। হাওর দেখতে গিয়ে ট্রলার ডুবিতে তাদের মৃত্যু হয়।

টপ নিউজ ট্রলার ডুবি নেত্রকোনা সারাবাংলা হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর