Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দি সেই নির্যাতিত শিশুকে উদ্ধার করেছে পুলিশ


৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভার: আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে শিকল ও পায়ে তালা লাগিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়ার পর তাকে উদ্ধার করেছে পুলিশ। সারাবাংলায় খবর প্রকাশের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ সারাবাংলাকে বলেন, ‘পত্রিকায় খবর প্রকাশের পর আমরা শিশুটিকে উদ্ধার করেছি। শিশুটি এখন নিরাপদে আছে। শিশুটির সৎ মা ও বাবার বিরুদ্ধে মামলা হবে।’

নির্যাতিত শিশুটি বলে, ‘আমার বাবা ও সৎ মা আমাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। আমাকে উল্টো করে ঝুলিয়ে বাঁশ ও ঝাড়ু দিয়ে পেটায়। রেগে গলা চেপে ধরে। আমি কান্নাকাটি করলে লোহার শিকল দিয়ে তালা দিয়ে আমার হাত ও পা বাঁধে। তারপর সৎ মা, বাবা ও বোন মিলে মারধর করে।’

বিজ্ঞাপন

শিকল ও পায়ে তালা লাগিয়ে শিশু নির্যাতনের অভিযোগ

এলাকাবাসী জানান, গত কয়েক মাস ধরে নিজের ভাড়া ঘরের একটি রুমে সাত বছরের শিশু মানিককে অমানবিক ভাবে পায়ে শিকল ও তালা লাগিয়ে নির্যাতন করে আসছিলো তার সৎ মা ও বাবা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ওই শিশুকে পায়ে তালা ও শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনাটি প্রতিবেশীরা সাংবাদিকদের জানায়। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে।