Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিকল ও পায়ে তালা লাগিয়ে শিশু নির্যাতনের অভিযোগ


৮ সেপ্টেম্বর ২০২০ ১১:৩১

সাভার: আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে শিকল ও পায়ে তালা লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ মা ও বাবার বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শিশু নির্যাতনের অমানবিক এ ঘটনাটি ঘটেছে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী টেংগুরি এলাকার জনৈক রিন্টু মিয়ার শ্রমিক কলোনিতে।

এলাকাবাসী জানান, গত কয়েক মাস ধরে নিজের ভাড়া ঘরের একটি রুমে সাত বছরের শিশু মানিককে অমানবিক ভাবে পায়ে শিকল ও তালা লাগিয়ে নির্যাতন করে আসছিলো তার সৎ মা ও বাবা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ওই শিশুকে পায়ে তালা ও শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনাটি প্রতিবেশীরা এলাকাবাসীকে জানান। এরপর স্থানীয়রা বিষয়টি সাংবাদিকদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশু নির্যাতনের বিষয়টি দেখতে পায়।

বিজ্ঞাপন

এসময় নির্যাতিত শিশুটি বলে, ‘আমার বাবা ও সৎ মা আমাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। আমাকে উল্টো করে ঝুলিয়ে বাঁশ ও ঝাড়ু দিয়ে পেটায়। রেগে গলা চেপে ধরে। আমি কান্নাকাটি করলে লোহার শিকল দিয়ে তালা দিয়ে আমার হাত ও পা বাঁধে। তারপর সৎ মা, বাবা ও বোন মিলে মারধর করে।’

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরুজ বলেন, ‘নির্যাতিত শিশুটি বরিশাল জেলার মঠবাড়িয়া থানার পাতা কাটা গ্রামের হানিফের ছেলে। তার বাবা রাজমিস্ত্রীর কাজ করে। আমি শিশু নির্যাতনের বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়ে পুলিশ ও প্রশাসনকে খবর দিয়েছি। নির্যাতিত শিশুটির বিষয়ে কি করা যায় সে বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।’

উপজেলা প্রশাসন নির্যাতন শিশু নির্যাতন সৎ মা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর