Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকালয়ে বাড়ছে বানরের উপস্থিতি


৮ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫০

গাজীপুর: জেলা সদরের বিভিন্ন এলাকায় বানরের দেখা মিলছে। একসময় নিয়মিত দেখা গেলেও শিল্প-কারখানা বেড়ে যাওয়ায় লোকালয়ে খুব একটা দেখা মিলতো না তাদের। তবে করোনা প্রাদুর্ভাবে চারপাশ কিছুটা নিস্তব্ধ হতেই সহজেই দেখা মিলছে বানরদের।

স্থানীয়রা জানান, জেলার উত্তর ছায়াবিথী, দক্ষিণ ছায়াবিথী, চাপুলিয়া, পাজুলিয়া চত্বর, বাজার শালনা, শ্রীপুরের বর্মী গোসিংগা রাজাবাড়ীসহ বেশ কিছু গ্রাম এবং কাপাসিয়ার রানীগঞ্জ, তারাগঞ্জ এসব অঞ্চলে বানরের দেখা মিলছে। খাবার সংগ্রহের জন্য বানরেরা লোকালয়ে চলে আসছে বলেও ধারণা তাদের।

বিজ্ঞাপন

গতকাল সোমবারও (৭ সেপ্টেম্বর) গাজীপুর সদরের উত্তর ছায়াবিথী এলাকায় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের বাস ভবনের পিছনে দেখতে পাওয়া যায় এরকম কয়েকটি বানর। উৎসুক জনতা বানরদের দেখে কেউ কেউ খাবার এগিয়ে দিলে খুব সহজেই তা ডাল থেকে ডালে ঝুলে ঝুলে নিয়ে নিচ্ছে তারা।

স্থানীয় আদিল মাহমুদ জানান, খুব ভোরে মাঝে মাঝেই দু’একটি বানর এই এলাকায় দেখতে পাওয়া যায়।

এলাকাবাসী ধারণা করছে, করোনার কারণে দূষণ আর মানুষের সর্বত্র অবাধ যাতায়াত কমে যাওয়ায় বনের প্রাণিরাও স্বাভাবিক জীবনের স্বস্তি পেয়েছে। খাবার সংগ্রহের জন্যে তাই তারা বনের ভেতর থেকেও বের হয়ে পড়ছে।

বানর বানরের দেখা লোকালয় শিল্প কারখানা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর