Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস বিকৃতির অভিযোগে অলি আহমেদকে আইনি নোটিশ


৮ সেপ্টেম্বর ২০২০ ০১:২৩

ঢাকা: জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করায় ইতিহাস বিকৃতির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে তার বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে দেওয়া সাক্ষাৎকার ১৫ দিনের মধ্যে ইন্টারনেট থেকে সরাতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

নোটিশকারী আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, ‘অলি আহমেদ ১৭ আগস্ট কনক সরওয়ারের ফেসবুক, ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দাবি করেন জিয়াউর রহমান প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। অথচ সংবিধানে বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি বলা হয়েছে এবং সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এটা নিয়ে কোনো কথা কেউ উত্থাপন করেনি। তাই তার এ বক্তব্য ইতিহাস বিকৃতি। এ কারণে এ নোটিশ পাঠিয়েছি।

আইনি নোটিশ ইতিহাস বিকৃতি কর্নেল (অব.) অলি আহমদ জিয়াউর রহমান বীর বিক্রম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর