কুড়িগ্রামের পাখিউড়া সীমান্তে বিএসএফ’র ‘গুলিতে’ বাংলাদেশি নিহত
৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২২
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত ছবিল উদ্দিন পাখিউড়া এলাকার মুসা আলীর ছেলে।
বিজিবি কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জামাল হোসেন জানান, সীমান্তে একজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বিএসএফ’র গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা ছবিলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় সে পেটে গুলিবিদ্ধ হলে সেখানেই তার মৃত্যু হয়। ছবিল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।