Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবা‌নে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে নিহত ১


২ সেপ্টেম্বর ২০২০ ০৯:১১

বান্দরবান: বান্দরবা‌নের বাঘমারায় সন্ত্রাসী‌দের গু‌লি‌তে একজন নিহত হ‌য়ে‌ছে। তার নাম মংসিং উ মারমা। সে সদ্য যুবলী‌গে যোগ দি‌য়ে‌ছিল। মঙ্গলবার (১‌ সে‌প্টেম্বর) রা‌তে রাজ‌বিলা ইউ‌নিয়‌নের বাঘমারার চিং ক্যউ ওয়াজা পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সদর উপ‌জেলার রাজ‌বিলা ইউ‌নিয়‌নের বাঘমারার চিং ক্যউ ওয়াজা পাড়ায় রা‌তে একদল সশস্ত্র সন্ত্রাসী সদ্য যুবলী‌গে যোগ দেওয়া মংনু‌চিং‌কে লক্ষ্য ক‌রে গু‌লি চালায়। এতে সে ঘটনাস্থ‌লেই মারা যায়।

বিজ্ঞাপন

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানার ডিউ‌টি অ‌ফিসার এ এস আই ইসমাইল ব‌লেন, ‘গু‌লি‌তে একজন মারা যাবার খবর পে‌য়ে বান্দরবান সদর থানার ওসিসহ ঘটনাস্থ‌লে একদল পু‌লিশ সেখানে গিয়েছে। তবে এ বিষ‌য়ে এখনও বিস্তা‌রিত বলা সম্ভব হ‌চ্ছে না।’

প্রসঙ্গত, ৭ জুলাই মঙ্গলবার সকা‌লে বান্দরবানের বাঘমারায় গু‌লি‌তে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) সংস্কার এমএন লারমা গ্রুপের জেলা সভাপতিসহ ৬ জন নিহত হয়ে। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও তিনজন। এছাড়া গত বৃহষ্প‌তিবার (২জুলাই) রুয়াল লুল থাং বম (৩০) কে সদর ইউ‌নিয়‌নের হেব্রন পাড়া থে‌কে অপহরণ করা হয়। এখনও তা‌দের সন্ধান পাওয়া যায়‌নি। পাহাড়ে এরকম ঘটনা প্রায়ই ঘটছে।

গুলি নিহত বান্দরবান সন্ত্রাসী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর