Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠনের সুপারিশ


১ সেপ্টেম্বর ২০২০ ০১:২৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৮

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত নেপথ্য কুশিলবদের চিহ্নিত করতে একটি জাতীয় কমিশন গঠনের সুপারিশ করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এখনও সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।

সোমবার বিকেলে (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। বৈঠক কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী ও অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে কমিটির সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। যারা ওই হত্যাকাণ্ডে মদদ দিয়েছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তোলার জন্য তাদের চিহ্নিত করা দরকার। তাই বিষয়টি নিয়ে আলোচনা শেষে মন্ত্রীসহ সকলে এ বিষয়ে একটি জাতীয় কমিশন গঠনের বিষয়ে একমত হয়েছেন।’

কমিটির আরেক সদস্য মো. শহীদুজ্জামান সরকার বলেন, ‘জাতির পিতা হত্যার পেছনের অনেক ঘটনা জাতি জানে না। এই ষড়যন্ত্রে বিষয়ে অজানা তথ্য যাতে প্রকাশ হয় সেজন্য কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার তাগিদ দেওয়া হয়েছে।’

কমিটির সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতির পিতার হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও নেপথ্যে কারা ছিল, সে বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য জাতীয় কমিশন গঠনের প্রস্তাব করা হয়।’

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, বৈঠকে ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ১৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের বিচারের জন্য একটি জাতীয় কমিশন গঠনের সুপারিশ করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিলেও পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ নেতারা বরাবরই বলে আসছেন।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় জাতীয় কমিশন গঠন বঙ্গবন্ধু হত্যা সুপারিশ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর