Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার বছর পেরিয়ে!


৩১ আগস্ট ২০২০ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৬ সালের ৩০ আগস্ট- সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবির ঘোষনা দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবির নাম- ‘জিরো’। দুই নায়িকা আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে সঙ্গে নিয়ে এই ছবিতে অভিনয় করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়। এরপর আর কোন ছবি করেননি শাহরুখ।

‘জিরো’ ঘোষনার পর চারটি বছর কেটে গিয়েছে। আর কোনও নতুন ছবির ঘোষণা করেননি বলিউড বাদশা। যদিও কানাঘুষো শোনা গিয়েছে বেশ কয়েকবার। কখনও রাজকুমার হিরানি, সিদ্ধার্থ আনন্দ আবার কখনও দক্ষিণী পরিচালক অ্যাটলির নাম উঠে এসেছে শাহরুখের কামব্যাক ছবির পরিচালক হিসেবে। কিন্তু অফিশিয়াল ঘোষণা হয়নি একবারও।

বিজ্ঞাপন

শাহরুখ’র এই নীরবতা মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। তাই ঠিক ১,৪৬০ দিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #WeWantAnnouncementSRK। পুরনো ছবির ঘোষণার স্ক্রিনশট দেখে এক মুহূর্তের জন্য হলেও যদি মনে আশা জেগে উঠে প্রিয় অভিনেতার- এটাই একমাত্র চাওয়া ভক্ত-অনুরাগীদের। প্রত্যাশা- নতুন ছবির ঘোষণা দিক বলিউড বাদশা শাহরুখ খান।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে মান্নাতের বারান্দায় একবার শুটিং করতে দেখা যায় শাহরুখ খানকে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন। তবে বলিউড বাদশাকে আবার চেনা ছন্দে দেখার আশায় এখনও রয়েছেন অনুরাগীরা।