Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার করোনা পরীক্ষা ও অনুশীলনে অনিচ্ছুক মেসি


৩০ আগস্ট ২০২০ ১৫:২৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনার সঙ্গে এক নীরব লড়াই চালিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড় ক্লাব ছাড়ার কথা জানানোর পর থেকে নানান নাটকীয়তার দিকেই মোড় নিচ্ছে এই ঘটনা। এদিকে রোববার (৩০ আগস্ট) বার্সেলোনার খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার কথা রয়েছে। আর সোমবার (৩১ আগস্ট) থেকে আগামী মৌসুমের প্রস্তুতি স্বরূপ অনুশীলন শুরুর কথা রয়েছে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসি ১ জানিয়েছে লিওনেল মেসি বার্সার কোভিড-১৯ পরীক্ষা করাবেন না এবং সেই সঙ্গে বার্সেলোনার অনুশীলন ক্যাম্পেও যোগ দিবেন না।

লিওনেল মেসি তার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। এবং এখন পর্যন্ত সংবাদমাধ্যমের সম্মুখীন হয়েও কিছু বলেননি। আর তার অনুশীলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত কেবল বার্সেলোনার উপর চাপ সৃষ্টির জন্যই বলে মনে করছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

তবে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার জানিয়েছে, মেসির যে ৭০০ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজের কথা বারবার উঠে আসছে, সেটি আসলে চুক্তির শেষ বছরের জন্য প্রযোজ্য নয়। মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ২০২১ পর্যন্ত। এতে করে বর্তমানে মেসির কোনো বাই-আউট ক্লজ নেই। তবে এই বিষয়টি চুক্তি সংশ্লিষ্ট দুই পক্ষ তথা বার্সেলোনা অথবা মেসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এদিকে স্পেনের সংবাদমাধ্যম বার বার জানিয়ে আসছে, লিওনেল মেসিকে বার্সেলোনা ছাড়তে তার বাই-আউট ক্লজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করেই যেতে হবে। তবে চুক্তি অনুযায়ী মেসির কোনো বাই-আউট ক্লজ না থাকলে নিজের ইচ্ছামতো যেকোনো ক্লাবেই ফ্রীতে যেতে পারবেন লিও।

গেল ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্স’র মাধ্যমে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সেলোনাকে জানিয়ে দেন মেসি। আর এরপর থেকে গরম হয়ে উঠেছে ইউরোপিয়ান দলবদলের মৌসুমে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বার্সেলোনা আর লিওনেল মেসির সম্পর্কের অবনতি ঘটছে। এর মধ্যে ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগ করার গুঞ্জনও উঠেছিল। আর গণমাধ্যম জানাচ্ছে, লিওনেল মেসি বার্সেলোনায় থাকার ঘোষণা দিলে বর্তমান বার্সার প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ পদত্যাগ করবেন।

আর লিওনেল মেসিকে দলে ভেড়ানোর জন্য ওঁত পেতে রয়েছেন সাবেক গুরু পেপ গার্দিওলা। আর সিটিজেনরা মেসিকে দলে ভেড়াতে বেশ আগ্রহও প্রকাশ করেছে বলে জানাচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যম।

বিজ্ঞাপন

আরো