পাঁচ কোটি টাকার জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ গ্রেফতার ২
২৮ আগস্ট ২০২০ ১৭:৪৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ১৭:৪৯
ঢাকা: রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচাসহ রাজধানীর বিভিন্ন স্থান হতে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’
পুলিশের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই চক্রের হোতা মাসুদ, এর আগেও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ শুরু করেছিল সে।
সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ি বিবির বাগিচার বাসা থেকে গ্রেফতার করা হয়। ওই বাসায় জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। মাসুদ গত ৮ বছর ধরে এ কাজ করছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সারা দেশেই তার এজেন্ট রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া এই চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে।’