Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান


২৭ আগস্ট ২০২০ ২২:৪৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ১১:৩০

ঢাকা: ছাত্রলীগকে সময় পরিস্থিতি মোতাবেক নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ছাত্রলীগকে শক্তিশালী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যে কঠিন কাজটি করতে গিয়ে সাম্রাজ্যবাদ এবং এ দেশীয় অনুচরদের প্রধান টার্গেটে পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে শেখ হাসিনা যখন সেই বাংলাদেশে অন্নের নিশ্চয়তা, বস্ত্রের নিশ্চয়তা, শিক্ষার নিশ্চয়তা, চিকিৎসার নিশ্চয়তা দিয়েছে। এই বাংলাদেশ যখন পৃথিবীতে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে তখনই তার জীবনের ঝঁকি বাড়াটাই স্বাভাবিক! আর সেই জীবনের ঝুঁকি যখন বেড়ে যায়, ষড়যন্ত্রকারীরা অতি তৎপর হয়। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে একমাত্র বাংলাদেশ ছাত্রলীগই তার সম্মিলিত শক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের ধারাকে ভেঙে তছনছ করে দিতে পারেন।’

এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের উদ্দেশে নানক বলেন, ‘এই ছাত্রলীগকে তেমন একটি ছাত্রলীগ প্রস্তুত করো। এই ছাত্রলীগের মধ্য দিয়েই স্বাচ্ছা বঙ্গবন্ধুর কর্মী সৃষ্টি হবে। এরা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক বা মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক হবে না। এর মধ্যে দিয়ে কেউ সিভিল প্রশাসনে যাবে, কেউ অন্যান্য শ্রেণি-পেশায় যাবেন। সেই পেশায় গিয়ে যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে যেন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারেন। ছাত্রলীগ তেমন কর্মীদেরকে উপহার দেবে, যে কর্মীরা একদিন এই রাষ্ট্র এবং সমাজকে পরিচালনা করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, অনতিবিলম্বে যে কমিটিগুলো হয়নি, সে কমিটিগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যেই পরিপূর্ণ করতে হবে। সে কমিটিগুলি; যেমনি মহানগর, তেমনি থানা কমিটি, তেমনি ওয়ার্ড কমিটি, তেমনি বিশ্ববিদ্যালয় কমিটি, তেমনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি ও সমস্ত কমিটিগুলির স্ট্রাকচার দাঁড় করাতে হবে।’

জিয়াউর রহমানের বিতর্কিত ভূমিকার কথা তুলে ধরে নানক বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী প্রধান হয়েছিলেন জেনারেল বেগ। এই বেগ মুক্তিযুদ্ধের সময় একজন সেনাবাহিনীর কর্নেল ছিলেন। সেই কর্নেল একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াকে একটি চিঠি লিখেছিলেন।’

চিঠির বিষয়বস্তুর প্রসঙ্গে নানক বলেন, ‘কর্নেল বেগ যে চিঠিটি দিয়েছিলেন এই চিঠিটা প্রমাণ করে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মেজর জিয়াকে মুক্তিযুদ্ধের মধ্যে ঢুকিয়ে দিয়ে চর হিসাবে আমাদের মুক্তিযুদ্ধকে ব্যহত করার চেষ্টা করেছিল। এরই ফলশ্রুতিতে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে নাই। জিয়াউর রহমান-খুনী মোশতাক যেমনি বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল ঠিক তেমনি খালেদা-তারেক-মুজাহিদ ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টায় তিনি বেঁচে গিয়েছেন।’

৭৫ পরবর্তী সময়ে লড়াই সংগ্রাম আন্দোলনে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরে নানক বলেন, ‘একদিকে আমরা লড়াই শুরু করলাম বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য। আরেকদিকে দেখেছি, এই জিয়াউর রহমান হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত সেই ডালিম শাহরিয়ার, নূরদের আস্ফালন দেখেছি। সেই আস্ফালনের মধ্যেই ওই বাংলাদেশে ২২ এপ্রিল মেজর জিয়া অবৈধভাবে সংবিধান পরিবর্তন করে। ১৯৯৭৭ সালে মেজর জিয়া হ্যাঁ-না ভোট দিয়ে জালিয়াতি করে নিজেকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। ৭ মে ১৯৭৭ মেজর জিয়া খুনিদের চাকরিতে পুর্নবহাল ও পদোন্নতি দেয়। ৫ এপ্রিল ১৯৭৮ নাগরিকত্ব আইন সংশোধন করে ঘাতক দাদালদের নাগরিকত্ব প্রদানের নির্দেশ দেন মেজর জিয়া। ৩ জুন ১৯৭৮ অবৈধভাবে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট ডাকাতি করে খুনি জিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মেজর জিয়া রাজাকারদের নিয়ে বিএনপি নামক একটি অবৈধ রাজনৈতিক দল গঠন করে। ৫ এপ্রিল ১৯৭৯ সালে বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। ১৯৭৯ সালে যুদ্ধাপরাধী গোলাম আযমকে দেশে ফিরিয়ে নিয়ে আসে।

বিজ্ঞাপন

কাজেই মেজর জিয়া ছিলেন পাকিস্তানি অনুচর। মেজর জিয়া ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবশেকারী একজন পাকিস্তানি অনুচর। মেজর জিয়া ছিলেন স্বাধীনতা যুদ্ধে পরাজিত নিজামী গোলাম আযমদের এক প্রতিভূ বলে দাবি করেন নানক।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অনেকে। মহানগর ছাত্রলীগ দক্ষিণের সভাপতি মেহেদেী হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সভা পরিচালনা করেন।

ছাত্রলীগ নানক রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর