Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: কেনা হচ্ছে ৮৩ কোটি টাকার আসবাবপত্র


২৭ আগস্ট ২০২০ ১৬:৫১

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার নাগরিকদের থাকার জন্য নির্মাণাধীন ১০টি আবাসিক ভবনের আসবাবপত্র ও গৃহস্থালি জিনিসপত্র কেনার জন্য ৮২ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে দু’টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল বুধবার (২০ আগস্ট) সচিবালয়ে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বৈঠকে মোট ৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১০ টি আবাসিক ভবনের আসবাবপত্র ক্রয়ের দুইটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পে ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে গণপূর্ত অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘গ্রিন সিটি আবাসিক পল্লী নির্মাণের আওতায় ৪টি ২০তলা এবং ৬টি ১৬ তলা আবাসিক ভবনের ৯৫৬টি ইউনিটে আসবাবপত্র সরবরাহ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি । এতে মোট ব্যয় হবে ৫৫ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকা। হাতিল কমপ্লেক্স লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে এসব আসবাবপত্র সরবরাহ করবে।”

এছাড়া একই প্রকল্পে আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে গণপূর্ত অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন পাবনার ঈশ্বরদীতে রূপপুর গ্রিন সিটি আবাসিক পল্লী নির্মাণের আওতায় আবাসিক কমপ্লেক্সে নির্মাণ প্রকল্পের ১২৫০ বর্গফুটের ৪টি ২০তলা বিল্ডিং এবং ৬টি ১৬তলা বিল্ডিংয়ের ৯৫৬ ইউনিটে হোম অ্যাপ্লায়েন্স সরবরাহ ও স্থাপন শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার টাকা। দরপত্রে মেসার্স জে এ পি ট্রেডিং সর্বনিম্ন দরদাতা হিসেবে এসব হোম অ্যাপ্লায়েন্স সরবরাহ ও স্থাপন করবে।

বিজ্ঞাপন

আবাসিক নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ মন্ত্রিসভা মন্ত্রিসভা কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর