Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার থেকে মায়া হরিণের চামড়া উদ্ধার, মামলা দায়ের


২৪ আগস্ট ২০২০ ০৯:৫৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১১:০৬

মৌলভীবাজার: জেলার বড়লেখা পৌরসভার আইলাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ি থেকে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান সারাবাংলাকে জানান রোববার (২৩ আগস্ট) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করে।

বিজ্ঞাপন

অন্যায়ভাবে হরিণের চামড়া রাখার অপরাধে সাইদুল ইসলামের বিরুদ্ধে বনবিভাগ নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করেছে – বলেও জানান তিনি।

ওই অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কমর্কতা শেখর রঞ্জন দাস, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক হৃদয় দেবনাথসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বড়লেখা মামলা মায়া হরিণ মৌলভীবাজার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর