Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোধরাচ্ছে বিএনপি, ঐক্য গড়ার আহ্বান


২৩ আগস্ট ২০২০ ১১:০৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২০ ১৪:০৯

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন, আমার জন্মদিন ১৫ আগস্ট হতেই পারে। তবে জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা রেখে আমি যদি দিনটি পালন না করি তাহলে তো ক্ষতি নেই। আমরা এই জায়গাতেও ঠিক আছি। এ বছর ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করিনি। দোয়া মাহফিল করেছি। করোনা, বন্যা ও বিভিন্ন কারণে যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করেছি।

শনিবার ( ২২ আগস্ট) ‘সারাবাংলা ফোকাস: ২১ আগস্ট ২০০৪’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আরেকজন অতিথি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারাবাংলা ডটনেটের স্পেশাল করেসপন্ডেন্ট এমএকে জিলানী।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের ওপর ঘটনার দায় আসতেই পারে। তার মানে এই নয় যে, তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। আমার বিরুদ্ধে মামলা চলছে অনেক। আমাদের একেকজনের নামে ৫,৬,৭,৮শ করে মামলা। আমরা কি এসব ঘটনার সঙ্গে জড়িত?

তিনি আরও বলেন, ৮৮ সালে এরশাদ সরকার বিডিআর পুলিশ হত্যা করার পরেও মৃত্যুর শেষ দিন পর্যন্ত এরশাদ বিরোধী দলের নেতা ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেই জাতীয় পার্টি নিবার্চন করেছে। অথচ এরশাদ কিন্তু সরাসরি হত্যা করার জন্য পুলিশ বিডিআর দিয়ে গুলি চালিয়েছিল। এটা আওয়ামী লীগ মেনে নিয়েছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে ঐক্য হবে না, তা না। ওয়ান ১১ এর সময় শেখ হাসিনার জন্য খালেদা জিয়া বিবৃতি দিয়েছেন এবং খালেদা জিয়ার জন্য শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন।

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, আমাদের উচিত সামনের বাংলাদেশ নিয়ে চিন্তা করা। অতীতে ভুল ভ্রান্তি আমরা সবাই করেছি। আর করেছি বলেই আজকে দেশের এই অবস্থা। আমার এলাকায় বিএনপি এখনও রাজনীতি করছে আমি তাদের বাধা দেই না। কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমার দল গণতন্ত্রে বিশ্বাস করে। আমি আশা করি হাবিবুর রহমানের মতো আরও কিছু নেতা বিএনপিকে শুদ্ধ পথে আনার চেষ্টা করবে। যাতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেটা অব্যাহত থাকে। বিএনপি যদি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ তথা জামায়াতকে ছেড়ে সঠিক পথে আসে বাংলাদেশের মানুষ সুষ্ঠু রাজনীতি পাবে। একইসঙ্গে বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেটা আমরা গড়তে পারব।

তিনি আরও বলেন, একুশে আগস্টের ঘটনায় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আদর্শের যে পার্থক্য তা স্পষ্টভাবে উঠে এসেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সন্ত্রাসী জঙ্গিবাদের রাজনীতিতে বিশ্বাস করি না। বোমা হামলা এবং একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে এমনকি একুশে আগস্টের মাধ্যমে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ধ্বংস করার যে পরিকল্পনা সেটা গ্রহণযোগ্য নয়।

সাবেক মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আমরা গণতান্ত্রিক রাজনীতিকে অব্যাহত রাখতে চাই। বেগম জিয়া যদি ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন করেন এটাও রাজনীতিতে অশান্তি এনেছে। এমনকি দুই দলের মধ্যে বিরাজ বড় পার্থক্য সৃষ্টি করেছে। তাই আমি বিএনপির বেশ কিছু নেতাকে ধন্যবাদ দেব এবছর ১৫ আগস্ট কেক কাটার অনুষ্ঠান হয়নি। তারা বলেছেন, আগামীতে এই ধরনের অনুষ্ঠান করবেন না। যদি আমরা বাংলাদেশে এই ধরনের জঙ্গিবাদী এবং সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে বের হতে চাই তাহলে আওয়ামী লীগকে সমর্থন করতে হবে। বিএনপিসহ সকল দলকে জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে সুষ্ঠু রাজনীতির দিকে এগিয়ে যেতে হবে।

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান টপ নিউজ ফারুক খান বিএনপি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর