Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্দনা চাই না, অভিনন্দনের পোস্টার-ব্যানার লাগাবেন না’


২০ আগস্ট ২০২০ ১৯:০৯

চট্টগ্রাম ব্যুরো: নেতাকর্মী-সমর্থকদের অভিনন্দন জানিয়ে পোস্টার-ব্যানার লাগানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। অনুমতি ছাড়া কেউ পোস্টার-ব্যানার-ফেস্টুন লাগালে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন এই নির্দেশনা দেন। গত ৬ আগস্ট তিনি চসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে খোরশেদ আলম সুজন বলেন, ‘প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর যারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু এখন থেকে এই ধরনের কাজ আর করবেন না। আমি মাঠের রাজনৈতিক কর্মী। নগরবাসীর সুখ-দুঃখে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটা সুন্দরভাবে পালন করে প্রতিদান দেওয়াই আমার একমাত্র কর্তব্য ও ব্রত।’

‘সততা ও নিষ্ঠা এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে গতিশীল করে আমি নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই। এজন্য পরামর্শ ও সহযোগিতা চাই। অহেতুক প্রশস্তি ও অযাচিত বন্দনা চাই না। প্রশস্তি-বন্দনা কর্তব্য পালনের ব্রত থেকে মানুষকে ‍দূরে সরিয়ে দেয়। আমি মাঠের রাজনীতিক, আমি এ ব্যাপারে যথেষ্ঠ সচেতন।’

চট্টগ্রামকে একটি মানবিক শহর হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুজন বলেন, ‘চট্টগ্রাম শহরের প্রাকৃতিক সৌন্দর্যকে পোস্টার-ব্যানার-ফেস্টুন লাগিয়ে শ্রীহীন করবেন না। আমরা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক শহর গড়তে চাই। আমার অনুমতি ছাড়া কেউ যদি আগামীতে কোনো ব্যানার-ফেস্টুন-পোস্টার লাগান, তাহলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।’

বিজ্ঞাপন

আইনগত ব্যবস্থা খোরশেদ আলম সুজন টপ নিউজ পোস্টার-ব্যানার-ফেস্টুন বিরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর