Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে ঢাকা পৌঁছাবেন ভিয়েতনামে আটকে পড়া ১১২ বাংলাদেশি


১৮ আগস্ট ২০২০ ১৬:১৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ২০:২৪

ঢাকা: একাধিক কারণে ভিয়েতনামে আটকে পড়া ১১২ বাংলাদেশি মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা পৌঁছাবেন বলে জানানো হয়েছে হ্যানয়ের মিশন থেকে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বার্তায় হ্যানয়ের মিশন জানিয়েছে, ভিয়েতনামে কাজের সন্ধানে গিয়ে আটকে পড়া ১০৭ বাংলাদেশি শ্রমিক এবং কোভিড-১৯ মহামারির জন্য আটকে পড়া পাঁচ বাংলাদেশি নাগরিক ও একজন ভিয়েতনামিজসহ ১১৩ জনকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ১৮ আগস্ট বিকেল ২টায় হ্যানয় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেল ৪টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে অবতরণ করবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়-বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম এই বিশেষ বিমানটির মাধ্যমে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবসানের আয়োজন করে। বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনামের বিশেষ অনুরোধে ভিয়েতনাম সরকার অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পূণঃরুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ এবং ফিরে যাওয়ার অনুমতি (এক্সিট পারমিট) দিয়েছে। ভিয়েতনাম সরকারের সাহায্য ও সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস হ্যানয়-ভিয়েতনামে আসা আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের অনুমতি সংগ্রহ করে।

উল্লেখ্য, কোভিড মহামারির জন্য ভিয়েতনাম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছে।

সারাবাংলা/জেআইএল/এমআই

আটকে পড়া টপ নিউজ ভিয়েতনাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর