Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত


১৪ আগস্ট ২০২০ ১৮:৫৭

বায়তুল মুকাররম [ফাইল ছবি]

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা এই দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তাঁর পরিবারের শহীদ সদস্যসহ সব শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ ফাউন্ডেশনের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারিরাও দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন।

জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মুহিবুলাহিল বাকী।

জাতীয় শোক দিবস বিশেষ দোয়া মসজিদ মোনাজাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর