‘জনগণ আমাদের নজরদারিতে রেখেছে’
১৩ আগস্ট ২০২০ ১৩:১৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ ১৫:৩৪
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ আমাদের ওপর নজর রাখছে। আমাদের কাজ দৃশ্যমান। আমরা অবকাঠামো তৈরি করছি। মানুষ অনেক সচেতন। আমাদের গতিবিধি, আচার-আচরণ দেখছে। জনগণের সম্পদ আমরা কীভাবে ব্যবহার করছি তা তারা গভীর নজরে রেখেছে। তাই টাকার ব্যবহার, সময়োপযোগিতা ও পরিমাণ সম্পর্কে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৩০টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকের শুরুতেই তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তিনি।
সভায় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির ক্ষেত্রে বিভিন্ন পণ্যের অতিরিক্ত দাম নির্ধারণ, প্রশিক্ষণের নামে বিদেশ সফরসহ অযাচিত ব্যয় নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া গত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা এবং চলতি অর্থবছরের অগ্রগতি বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
সভায় মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুরল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।