ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি— দুই ভাবেই চলবে হাইকোর্ট
৬ আগস্ট ২০২০ ১৯:৩৬ | আপডেট: ৬ আগস্ট ২০২০ ২৩:৫৮
ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতিতে উভয় ধরণের আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। আগামী ৯ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকেল ৩টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি। এতে আদালতের উভয় বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
সভা সূত্র জানায়, প্রায় ৪০ জন হাইকোর্ট বিভাগের বিচারপতি শারিরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। যারা শারিরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নয়, তাদের ভার্চুয়াল বেঞ্চ দেওয়ার সিদ্ধান্ত হয় ফুলকোর্ট সভায়।
এছাড়া ২০২০ সালের অবকাশকালীন ছুটি বাতিলের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিচারপতিরা। তবে এ বিষয়ে এখনও কোনো সিন্ধান্ত হয়নি বলেও জানা গেছে।
টপ নিউজ ফুলকোর্ট সভা ভার্চুয়াল শারীরিক উপস্থিতি সুপ্রিম কোর্ট