Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই পক্ষের ‘গোলাগুলিতে’ ডাকাত নিহত, দাবি পুলিশের


৩ আগস্ট ২০২০ ১৭:৩৩

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় দুই পক্ষের ‘গোলাগুলিতে’ এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। উপজেলার পাঠাননগরের পশ্চিম শিলুয়ায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম ওই উপজেলার পাঠান নগর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের মৃত মো. হানিফের ছেলে। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ১৫টি ডাকাতি, ছিনতাই, দস্যুতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে গোলাগুলির খবর পেয়ে পাঠান নগরের পশ্চিম শিলুয়ায় যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ কামরুলকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বন্দুক, ৪ রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে। ডাকাতদের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা ঘটেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গোলাগুলি ডাকাত নিহত পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর