Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর পর আনু মুহাম্মদও করোনায় আক্রান্ত


৩ আগস্ট ২০২০ ০১:৪৫

ঢাকা: স্ত্রী শিল্পী বড়ুয়ার পর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। শিল্পী বড়ুয়াকে এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২ আগস্ট) আনু মুহাম্মদ নিজেই গণমাধ্যমকে তার ও শিল্পী বড়ুয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানান।

বিজ্ঞাপন

আনু মুহাম্মদ বলেন, নমুনা পরীক্ষায় গতকাল (শনিবার) আমি করোনা পজিটিভ এসেছি। আজ (রোববার) হাসপাতালে ভর্তি হয়েছি।

আনু মুহাম্মদ আরও জানান, তার আগেই স্ত্রী শিল্পী বড়ুয়া করোনায় আক্রান্ত হন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় ২৮ জুলাই। তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে গতকাল শনিবার তাকে মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রোববার ভর্তি হয়েছেন আনু মুহাম্মদও।

ফাইল ছবি

আনু মুহাম্মদ করোনায় আক্রান্ত মুগদা হাসপাতালে ভর্তি শিল্পী বড়ুয়া