Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহায় বিএসএফ ও বিজিবির মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়


১ আগস্ট ২০২০ ১৮:৫২ | আপডেট: ১ আগস্ট ২০২০ ১৮:৫৭

জয়পুরহাট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির চেচড়া সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সদের (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ আগস্ট) দুপুরে চেচড়া সীমান্তের ছোট যমুনা নদীর পাড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ও বিএসএফ ভারতের হিলি ক্যাম্প কমান্ডার সংগ্রাম দুবাহিনীর পক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

আটাপাড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বিজিবির পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারাও শুভেচ্ছা জানিয়েছেন। সীমান্তে সৌহার্দ্য-সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে এ লক্ষ্যেই দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।

এর মধ্য দিয়ে সীমান্তে দায়িত্ব পালনে উভয়বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলেও জানান তিনি।

ঈদ শুভেচ্ছা বিএসএফ বিজিবির বিনিময় মিষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর