Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানির স্থান সংক্রান্ত তথ্য জানাতে ডিএনসিসির কন্ট্রোল রুম চালু


৩০ জুলাই ২০২০ ১৩:২৪ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ১৩:২৯

ঢাকা: পশু কোরবানির স্থান, কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পশুর হাট সংক্রান্ত তথ্য জানার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান নগর ভবনে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে থেকে ঈদের পরের দুই দিন (সোমবার পর্যন্ত) খোলা থাকবে কন্ট্রোল রুম। এর মাধ্যমে ডিএনসিসির নাগরিকরা ফোন করে তাদের জন্য পশু কোরবানির নির্ধারিত স্থান জেনে নিতে পারবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পশু কোরবানির জন্য এবছর ডিএনসিসিতে মোট ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোরবানি দেওয়ার পরে কোথাও পশুর বর্জ্য অপসারণ করা না হলে তা কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোরবানি পশুর হাট, ডিজিটাল হাট, অনলাইনে কোরবানি দিয়ে মাংস প্রস্তুত করে বাসায় পৌঁছে দেওয়া সংক্রান্ত তথ্যও কন্ট্রোল রুম থেকে জানা যাবে বলেও জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

কন্ট্রোল রুমের নম্বরঃ ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩; এবং ০৯৬০-২২২২৩৩৪

কোরবানি টপ নিউজ ডিএনসিসি পশু

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর