Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


২৭ জুলাই ২০২০ ১৮:১৩

প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

নিহতদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর। তাদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাতদের কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা গুলিবিদ্ধ দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের সৈনিক ওয়াসিম আহত হয়েছেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

ক্রসফায়ার ক্রসফায়ারে নিহত গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর