Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল আদালতে ৫০ দিনে ৬৭ হাজার ২২৯ জনের জামিন


২৬ জুলাই ২০২০ ১৭:০৭

ঢাকা: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালতে ৫০ কার্য দিবসে ৬৭ হাজার ২২৯ জনের জামিন মঞ্জুর হয়েছে।

রোববার (২৬ জুলাই) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৫০ কার্য দিবসে ১ লাখ ৩৬ হাজার ৩৯৯টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এরমধ্যে ৬৭ হাজার ২২৯ জনকে জামিন প্রদান করা হয়েছে। যার মধ্যে ৭৫৫ শিশুরও জামিন হয়েছে। আর অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ৭৪৬শিশুকে।

গত ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে ৪ হাজার ৩১০টি মামলায় আত্মসমর্পন আবেদন নিষ্পত্তি হয়েছে। যাতে মোট ১১ হাজার ৭৯৬জনের জামিন মঞ্জুর করা হয়েছে। আর ৯৩৮ অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাইফুর রহমান।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এরপর থেকে পর্যায়ক্রমে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের চেম্বার আদালত এবং আপিল বিভাগে ভার্চুয়ালি মামলা শুনানি শুরু হয়।

আদালত কোর্ট জামিন টপ নিউজ ভার্চুয়াল মামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর