Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাত-ফুটওভার ব্রিজসহ ৯ দফা দাবি নিরাপদ সড়ক আন্দোলনের


২৫ জুলাই ২০২০ ১৯:২৫

ঢাকা: যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ ৯ দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। শনিবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিসআ’র যুগ্ম আহ্বায়ক ইনজামুল হক লিখিত বক্তব্যে বলেন, ‘২০১৮ সালের ২৯ জুলাই নিরাপদ সড়কের দাবিতে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় ছাত্র আন্দোলন হয়। সে সময় আমাদের ৯ দফা দাবি ছিল সর্বজনগ্রাহ্য। প্রধানমন্ত্রীসহ সব রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরা আমাদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন।’

বিজ্ঞাপন

‘সরকার তখন বাধ্য হয়েছিল সড়ক আইনে পরিবর্তন আনতে। এখন নতুন এই আইনের ক্রটি দূর করে বাস্তব প্রয়োগ পর্যন্ত নিয়ে যাওয়াই আমাদের অন্যতম টার্গেট। আমরা সবার জন্য নিরাপদ সড়ক বিনির্মাণ করতে বদ্ধপরিকর। যাত্রী হোক বা পরিবহন শ্রমিক, তারা তো আমাদের নিজেদের মানুষ’, বলেন যুগ্ম আহ্বায়ক ইনজামুল।

নিসআ’র নতুন ৯ দফা দাবিগুলো হলো- ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা। জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত; সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পূনর্বাসন; পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও সে সবের যথাযথ ব্যবহারে প্রয়োজনে আইন প্রয়োগ; দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে দুর্ঘটনায় নিহতদের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনা; বিআরটিএ’র সব কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত; ঢাকাসহ সারাদেশে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন; যানজট নিরসনে দ্রুত সময়ে আউটার রিং রোড/ বিকল্প সড়ক ব্যবস্থা ও সাইকেল লেনসহ পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করার দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

নিরাপদ সড়ক আন্দোলন ফুটওভার ব্রিজ ফুটপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর