Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথিত বন্দুকযুদ্ধে ‘চট্টগ্রামের রসু খাঁ’ নিহত


২৩ জুলাই ২০২০ ১০:৪৯ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ১১:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি একজন ‘সিরিয়াল শিশু ধর্ষক’ বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর আবাসিক এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, নিহত মো. বেলাল হোসেন দফাদার (৩৯) আগে বায়েজিদ বোস্তামি এলাকায় থাকতো। পরে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতো।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় ছয়, আকবর শাহ এলাকায় দুই ও খুলশী এলাকায় একজনসহ বিভিন্ন বয়সের নয় শিশু ধর্ষণের শিকার হয়। অনুসন্ধানে এর সঙ্গে বেলাল দফাদারের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেফতারের চেষ্টা শুরু করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আশিকুরের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর আবাসিক এলাকায় পাহাড়ে গ্রেফতার অভিযানে গেলে বেলাল ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বেলাল মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদে গত ১৫ দিনে ধর্ষণ করা হয়েছে ২ শিশুকে। গত ছয় মাসে নয় শিশুকে ধর্ষণ করা হয়েছে একই কায়দায়। চকলেটের লোভ দেখিয়ে, টাকার বিনিময়ে লাকড়ি সংগ্রহ করে দেওয়ার প্রলোভনে সিএনজি অটোরিকশায় তুলে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেওয়া হতো। ধর্ষণ শেষে আলামত নষ্ট করতে গোসল করানো হতো। শিশুরা কান্নাকাটি করলে ছুরি দিয়ে ভয় দেখানো হতো।

এ নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়দর বরাতেই পুলিশ বেলাল দফাদারের নাম জানতে পারে। ২০১৬ সালে বায়েজিদ এলাকায় এক শিশুকে ধর্ষণের জন্য অটোরিকশায় তুলে নিয়ে যাবার সময় জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিল।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, বছরখানেক আগে জামিনে বেরিয়ে আসে বেলাল। বায়েজিদ এলাকায় না ফিরে সীতাকুণ্ডে গিয়ে ভাসমানভাবে বসবাস শুরু করে। গত জানুয়ারি মাস থেকে সে আবারও বায়েজিদ এলাকায় আসতে শুরু করে।

এক দশক আগে চাঁদপুরে সিরিয়াল কিলার রসু খাঁ গ্রেফতারের পর দেশজুড়ে তোলপাড় উঠেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, রসু খাঁ নারীদের ধর্ষণের পর হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দিত। তার বিরুদ্ধে ১১ নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছিল।

টপ নিউজ নিহত বন্দুক যুদ্ধ রসু খাঁ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর