Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি উদ্যোক্তাদের দেশের পর্যটনখাতে বিনিয়োগর আহ্বান


২৩ জুলাই ২০২০ ০৯:২০

ঢাকা: বেসরকারি খাতের উদ্যোক্তাদের দেশের পর্যটনখাতে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এ খাতে বিনিয়োগে উপযুক্ত পরিবেশ রয়েছে। পর্যটন খাত বিকশিত হলে স্থানীয় জনগণের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিও শক্তিশালী হবে।’

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে’ পটুয়াখালী জেলার সঙ্গে অনলাইন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি বাস্তবায়নে দেশের পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

পর্যটনের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য পর্যটন শিল্প ক্যারিয়ার গঠনের অন্যতম উপযুক্ত ক্ষেত্র হতে পারে। পর্যটন শিল্পে বেসরকারি উদ্যোক্তাদের সকল প্রকার নীতিগত সহযোগিতা প্রদানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক।‘

পর্যটন আকর্ষণসমূহে সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন আকর্ষণ ও গন্তব্যে যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে এবং পর্যটক যাতে স্থানীয় লোকজনের কারণে কোনো প্রকার সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় জনগণকে অন্তর্ভুক্ত করে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পর্যটন গন্তব্যে সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিতে একসঙ্গে কাজ করতে হবে। এই বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। পর্যটকদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের-এর সঞ্চালনায় ও পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

পর্যটন বিমান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর