Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুহৃদ ইন্ডাস্ট্রিজের সব পরিচালকের বিও হিসাব জব্দ


২২ জুলাই ২০২০ ০১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সব পরিচালকের বিও হিসাব জব্দ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। লভ্যাংশ বিতরণে জালিয়াতি করার অপরাধে পরিচালকদের বিও হিসাব জব্দ করার এই সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুহৃদ ইন্ডাস্ট্রিজ কোম্পানির শেয়ারহোল্ডারের প্রাপ্য নগদ লভ্যাংশের অর্থ বিতরণ না করেই বিএসইসির কাছে বিতরণ শেষ করা হয়েছে বলে মিথ্যা প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।

বিএসইসি সূত্র জানায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি অনুমোদিত হয়। বিধি অনুসারে, এজিএম অনুষ্ঠানের পরবর্তী ৩০ দিনের মধ্যে লভ্যাংশ বিতরণ করতে হয়। আর লভ্যাংশ বিতরণ সংক্রান্ত কমপ্লায়েন্স প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে হয়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সব শেয়ারহোল্ডারকে লভ্যাংশ না দিয়েই  এজিএম অনুষ্ঠানের ২৯ দিনের মাথায় তথা এ বছরের ২৯ জানুয়ারি বিএসইসির কাছে কমপ্লায়েন্স রিপোর্টে জমা দেয়। প্রতিবেদনে তারা দাবি করে, সব বিনিয়োগকারীর মধ্যে লভ্যাংশ বিতরণ করেছে। পরে বেশকিছু বিনিয়োগকারী লভ্যাংশ পাননি বলে ডিএসই ও বিএসইসি’র কাছে অভিযোগ করলে কোম্পানিটির জালিয়াতি ফাঁস হয়ে পড়ে।

বিএসইসি সূত্র জানায়, জালিয়াতির কারণে কোম্পানিটির বিষয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। প্রথম সিদ্ধান্ত হলো— পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানির সব পরিচালকের বিও হিসাব জব্দ থাকবে, তারা এই হিসাবে কোনো শেয়ার কেনাবেচা করতে পারবেন না। সুহৃদের কোনো শেয়ার উপহার দেওয়া, হস্তান্তর করা বা ব্যাংকে জামানত রেখে ঋণও নিতে পারবেন না। দ্বিতীয়ত, কোম্পানি আর্থিক প্রতিবেদন নিয়ে বিশেষ নিরীক্ষা (Special Audit) করা হবে। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সরেজমিন পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করবে, যা আগামী ৭ দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো