Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশী নিহত


৮ মার্চ ২০১৮ ০৯:৪৫ | আপডেট: ৮ মার্চ ২০১৮ ০৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment
সৌদি আরব থেকে

সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আসাদউল্লাহ (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এসময় নিহত হয়েছে আরও দুই ভারতীয় নাগরিক।

সোমবার রিয়াদের নতুন সানাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসাদউল্লাহ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পাকারদো গ্রামের জামাত উল্লাহর ছেলে। তিনি রিয়াদের একটি কেবলস কারখানায় কাজ করতেন।

আসাদউল্লাহর মামা মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তার মরদেহ রিয়াদের সিমুসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সরোয়ার আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ দাফন কিংবা দেশে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইএ/টিএম

বিজ্ঞাপন

আরো