Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ২ পথচারী নিহত


২০ জুলাই ২০২০ ১৩:১৭ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৫:৩৯

সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই একটি ট্রাকের চাপায় দু’জন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২), তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

হাটিকুমরল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাকী উদ্দিন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী রডবোঝাই একটি লং ভেহিকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাড়াশের খালকুলায় রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচ পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও আহত হন আরও তিনজন।

খবর পেয়ে আমরা এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। লাশ দু’টি হাটিকুমরুল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকের চাপায় তাড়াশ পথচারী নিহত হাটিকুমরুল-বনপাড়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর