Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে টিকটক অভিনেত্রীর ‘আত্মহত্যা’


২০ জুলাই ২০২০ ০১:১৩

ঢাকা: রাজধানীর বংশাল থেকে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক অভিনেত্রী জামিলা খাতুন অনিকার (২৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।

রোববার (১৯জুলাই) দুপুরে হাজী আব্দুর রশিদ লেনের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে বংশাল থানা পুলিশ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানায়, দুই বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয় অনিকার। পরে তিনি দুই সন্তানকে নিয়ে বংশালে বাবার বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে অনিকা হতাশায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

তিনি জানান, মৃতদেহ উদ্ধারের সময় বিছানায় একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটের উপড়ে কিছু ঘুমের ট্যাবলেট ছিল। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার জন্য কেউ মনে দুঃখ পেও না।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আত্মহত্যা করেছে অনিকা। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে জানান ওসি শাহিন ফকির।

অভিনেত্রী আত্মহত্যা টিকটক ভিডিও বংশাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর