Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বৈত চরিত্রে জয়া আহসানকে চিন্তা


১৬ জুলাই ২০২০ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ছবি বানানোর চিন্তা করছেন ‘পাসওয়ার্ড’ প্রযোজক মোঃ ইকবাল। ‘গুলশানের চামেলী’ নামের ছবিটির পরিচালনা করার কথা রয়েছে সৈকত নাসিরের। এতে জয়া একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করবেন।

মোঃ ইকবাল সারাবাংলাকে বলেন, ‘আমাদের সঙ্গে জয়া আহসানের কথা হচ্ছে। আমাদের যে গল্প তাতে তিনি ছাড়া আসলে বিকল্প নেই। আশা করছি খুব শিগগিরই আমরা আনুষ্ঠানিক ঘোষণায় যেতে পারবো।’

তিনি জানান, ছবির গল্প একজন পতিতার জীবনের। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। ইকবাল বলেন, ‘জয়াই হবেন নায়ক আবার খলনায়ক। একই সময়ে দুটি চরিত্রে তাকে দেখা যাবে। সবচেয়ে বড় কথা এ ছবিতে কোন নায়ক নেই।’

বিজ্ঞাপন

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ছবির শুটিং শুরু হবে। ঈদের পর একই প্রযোজকের ‘হ্যাকার’ নামে আরেকটি ছবি শুরু হবার কথা রয়েছে। মালেক আফসারী পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে থাকবেন শাকিব খান।