Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন


১৫ জুলাই ২০২০ ০৯:৪৯ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ১২:৫৮

ঢাকা: রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে খুন হয়েছেন। নিউইয়র্ক পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে।

এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা বলেন, ‘ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।’ ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এদিকে ফাহিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার আত্মীয় আতাউর বাবুল।

বিজ্ঞাপন

ফাহিম সালেহ গত বছর ২ দশমিক ২ মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে এই অ্যাপার্টমেন্ট কিনেন। তিনি রাইড শেয়ার অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা। ফাহিম নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক।

উল্লেখ্য, ১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তাঁর বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।

খুন নিউইয়র্ক পাঠাও ফাহিম সালেহ সহ-প্রতিষ্ঠাতা